সহজ জয়ে শেষ আটের পথে ভারত
রবিচন্দ্রন অশ্বিনের ‘ঘূর্ণি’তে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ১০২ রানে গুটিয়ে দিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ভারত। লক্ষ্যে পৌঁছানোর জন্য ধোনির দলকে খেলতে হয়েছে মাত্র ১৮.৫ ওভার। রোহিত শর্মার অপরাজিত ৫৭ ও বিরাট কোহলির অপরাজিত ৩৩ রান নয় উইকেটের সহজ জয় এনে দিয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। টানা তৃতীয় জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের পথেও অনেক এগিয়ে গেছে বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়নরা।
এমনিতে পার্থের ওয়াকার উইকেট বিশ্বের অন্যতম দ্রুত ও বাউন্সি হিসেবে পরিচিত। তবে শনিবার সেই পিচে জ্বলে উঠেছেন অফস্পিনার অশ্বিন।
টস জিতে ব্যাট করতে নেমে একটাও ভালো জুটি গড়তে পারেনি আমিরাত। দুই অঙ্কের রান করেছেন মাত্র তিনজন-খুররাম খান (১৪), আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা শাইমান আনোয়ার (৩৫) ও মনজুলা গুরুগে (১০*)। অতিরিক্ত থেকে এসেছে ১৩ রান। ৭১ রানে নয় উইকেট হারানোর পর শেষ উইকেটে শাইমান-গুরুগের ৩১ রানের জুটিতে কোনো রকমে ১০০ পেরিয়েছে আমিরাত।
১০ ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে অশ্বিন ম্যাচের সেরা খেলোয়াড়। দুটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব।
বল হাতে একটিই সাফল্য পেয়েছে আমিরাত। সপ্তম ওভারে দলীয় ২৯ রানে শিখর ধাওয়ানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন পেসার মোহাম্মদ নাভিদ। তবে দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলির ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি সহজেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর :
সংযুক্ত আরব আমিরাত : ৩১.৩ ওভারে ১০২ (আমজাদ ৪, বেরেনজার ৪, চন্দ্রন ৪, খুররাম ১৪, পাতিল ৭, শাইমান ৩৫, মুস্তফা ২, জাভেদ ২, নাভিদ ৬, তৌকির ১, গুরুগে ১০*; অশ্বিন ৪/২৫, যাদব ২/১৫, জাদেজা ২/২৩, মোহিত ১/১৬, ভুবনেশ্বর ১/১৯)।
ভারত : ১৮.৫ ওভারে ১০৪/১ (রোহিত ৫৭* ধাওয়ান ১৪, কোহলি ৩৩*; নাভিদ ১/৩৫)।
ফল : ভারত নয় উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রবিচন্দ্রন অশ্বিন।