ফুটবলার চরিত্রে প্রথম কাজ করেছি : নিলয়
নিলয় এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘খড়কুটো’ ধারাবাহিক নাটকে ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন নিলয়। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শশী। ধারাবাহিকটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে নিলয় কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : আপনি কখনো ফুটবল খেলেছেন?
নিলয় : না। ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম। ফুটবল কখনো খেলিনি। তবে ফুটবল খেলা আমি দেখি।
প্রশ্ন : কার খেলা দেখতে আপনার ভালো লাগে?
নিলয় : আমি লিওনেল মেসির ভক্ত।
প্রশ্ন : নাটকে ফুটবল খেলার দৃশ্যগুলো কীভাবে করেছেন?
নিলয় : আমি কোনো দৃশ্যে অভিনয় না করতে পারলে পরিচালক নিজেই সেটা অভিনয় করে দেখাতেন। অনেক চেষ্টা করেছি অভিনয়টাকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে।
প্রশ্ন : নাটকে ফুটবল খেলার অভিজ্ঞতা কেমন ছিল?
নিলয় : অসাধারণ। আমি গ্রামের ছোট ছেলেমেয়েদের সঙ্গে ফুটবল খেলি। আর সবাইকে
বিরক্ত করি। এত দুষ্ট হওয়ার পরও গ্রামের একটি মেয়ে আমার প্রেমে পড়ে যায়।
প্রশ্ন : গ্রামের মেয়েটি কে ছিল?
নিলয় : অভিনেত্রী শশী।
প্রশ্ন : সালাউদ্দিন লাভলুর সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা কী রকম ছিল?
নিলয় : অনেক ভালো। অনেক বড় মাপের নির্মাতা তিনি। এর আগে আমি তাঁর
নির্দেশনায় দুটো টেলিফিল্মে অভিনয় করেছি। অনেক যত্ন নিয়ে তিনি কাজ করেন।
‘খড়কুটো’ নাটকে কাজ করে আমি সত্যি অনেক মজা পেয়েছি। ফুটবলার চরিত্রে প্রথম কাজ করেছি।অভিজ্ঞতা অনেক চাঞ্চল্যকর।
প্রশ্ন : নাটকটির শুটিং কোথায় হয়েছিল?
নিলয় : পুবাইলের মনোরম লোকেশনে নাটকটির শুটিং করেছিলাম আমরা । পুরো নাটকে গ্রামীণ একটি সুন্দর পরিবেশ রয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।