সোয়াইন ফ্লুতে আক্রান্ত সোনম
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী সোনম কাপুর। গতকাল শনিবার স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
এবিপি লাইভ-এর খবরে বলা হয়, সোনমকে উন্নত চিকিৎসার্থে বিমানে করে গুজরাটের রাজকোট থেকে মুম্বাইয়ে নেওয়া হবে। বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিডিসিএ অভিনেত্রীকে বিমানে মুম্বাইয়ে নেওয়ার অনুমতি দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সোয়াইন ফ্লু পরীক্ষার আগে সোনম তাঁর গলায় ব্যথা অনুভব করেন। তাঁর প্রচণ্ড জ্বরও হয়েছিল। এ অবস্থায় তাঁকে রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর রক্তের নমুনা থেকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
রাজকোটের জেলা কালেক্টর মনীষা চন্দ্র বলেন, ‘আজ (শনিবার) সোনম কাপুরের সোয়াইন ফ্লু ধরা পড়েছে। তাঁকে স্টার্লিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মুক্তি প্রতীক্ষিত ছবি ‘প্রেম রাতান ধান পায়ো’র শুটিংয়ের জন্য রাজকোটে ছিলেন সোনম। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি।