পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ
গত সপ্তাহে মালাগার বিপক্ষে হেরে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কিন্তু রোববার নিজেদের মাঠে হোঁচট খেয়েছে রিয়ালও। ভিয়ারিয়ালের বিপক্ষে অবশ্য হার নয়, ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে গতবারের শিরোপাজয়ী আতলেতিকো মাদ্রিদকেও।
লা লিগার শিরোপা জয়ের লড়াইও বেশ জমে উঠেছে। পয়েন্ট খোয়ালেও ২৫ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহ ৫৪ পয়েন্ট।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬৪ মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান ভিয়ারিয়ালের স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্দ মোনেরো। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। ম্যাচ শেষে অসন্তুষ্টিই প্রকাশ করেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘প্রথমার্ধে আমাদের খেলার গতি ছিল ধীর। আমাদের নির্ভর করতে হয়েছে ক্রসের ওপর। কারণ, আমরা দ্রুতগতিতে খেলতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলো কার্যকর ছিল না।’