সাইফাই হরর ‘দ্য স্টোরি অব সামারা’
প্রচলিত প্রেমকাহিনীর বাইরে নির্মাণ হচ্ছে ঢাকাই চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। জাপান প্রবাসী রিকিয়া মাসুদো পরিচালিত এই ছবিই এ দেশের প্রথম সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র। এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবা আলী খান। শিবা ক্যারিয়ার শুরু করেন মূলত র্যাম্প মডেল হিসেবে।
দ্য স্টোরি অব সামারা ছবিতে দেখা যাবে অশুভ শক্তির কবলে পড়া একটি গ্রহ সামারাকে উদ্ধারের চেষ্টা করছে পৃথিবী তথা বাংলাদেশের পাঁচ তরুণ-তরুণী। ভিনগ্রহ সামারার রাজ জ্যোতিষী গণনা করে দেখে তাদের রাজ্যকে উদ্ধার করতে পারবে এমন পাঁচজন রয়েছে পৃথিবীতে। তারা আবার এখানে পরিচিত পঞ্চশক্তি হিসেবে। এদের নিয়ে আসতে পারলেই সামারাকে উদ্ধার করা সম্ভব। এই পঞ্চশক্তিকে খুঁজতে পৃথিবীতে আসে ভিনগ্রহের লোকজন মানে এলিয়েনরা। ছবি কিন্তু এখানেই শুরু। অশুভ শক্তির কবলে পড়া গ্রহটিকে উদ্ধার করে ফিরে আসার পর ঘটতে থাকে নানা ভৌতিক ঘটনা।
ছবি প্রসঙ্গে পরিচালক রিকিয়া মাসুদোর বলেন, ‘ছবিটি ঢাকাই ফিল্মের গতানুগতিক ধারার একেবারেই বাইরে। পুরো গল্পই রোমাঞ্চকর, ভৌতিক। তবে প্রেমের গল্পও দেখানো হবে এখানে। সব মিলিয়ে একেবারেই ভিন্ন ধরনের গল্প ও চরিত্র নিয়ে আমি রীতিমতো চ্যালেঞ্জ অনুভব করছি। ঢাকাই ছবির দর্শক এমন গল্প দেখে অভ্যস্ত নয়। তবে আমার প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে, নির্মাণগুণ ও গল্পের কারণে ছবিটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।’ রিকিয়া মাসুদো আরো বলেন, ‘আগামী কোরবানির ঈদে এটি সারা দেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও রাঙামাটিতে।’
ঈদে হলে মুক্তি পাবে বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর 'দ্য স্টোরি অব সামারা'। এখন চলছে ছবির চূড়ান্ত সম্পাদনা। ডাবিংয়ের কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। গত বছর ২৩ আগস্ট ছবির প্রথম ট্রেলার ছাড়া হয়েছে অনলাইনে। সম্প্রতি আরো একটি ট্রেলার রিলিজ দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রোডাকশন। প্রথম ট্রেলারটির ব্যাপ্তি ছিল তিন মিনিট ১৮ সেকেন্ড। ইউটিউবে প্রকাশিত দ্বিতীয় ট্রেলারটির ব্যাপ্তি এক মিনিট সাত সেকেন্ড। ছবির পরিচালক রিকিয়া মাসুদো জানান, 'রোজার ঈদের পরই ছবিটির গানের অ্যালবাম প্রকাশ করা হবে। তার পরই সারা দেশের হলে মুক্তি দেওয়া হবে ছবিটি। হল-মালিকদের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথা চলছে।'
ভারটেক্স প্রডাকশন নির্মিত ‘দ্য স্টোরি অব সামারা’র শতভাগ শুটিং শেষ। সম্পাদনা শেষ করে মার্চ মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
সামারাতে আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলী খান, সাঞ্জু, শিমুল খান, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ। ছবিটির প্রযোজনা করছেন ভারটেক্স প্রডাকশন।