মিমের চোখের অনেক রং
তারকা অভিনেত্রী মিম ব্যস্ত সময় পার করছেন ‘সুইটহার্ট’ ছবির শুটিংয়ে। আর সম্প্রতি শেষ করেছেন ‘পদ্মপাতার জল’ ছবির কাজ।
সুনয়না হিসেবে খ্যাতি আছে মিমের। তারপরও অভিনয় ও বিজ্ঞাপনের নানা চরিত্র ফুটিয়ে তুলতে মিমকে প্রায়ই চোখের লেন্স পরিবর্তন করতে হয়। মিমের দর্শকদের কৌতূহল থাকতেই পারে প্রিয় তারকার চোখের আসল রং কী?
দর্শকদের জন্য উত্তর হলো মিমের চোখের মনির রং বাদামি। আর এই বিষয়ে তিনি মজার মজার সব কথা বলেছেন এনটিভি অনলাইনকে।
প্রশ্ন : আপনার পরিবারে আর কারো চোখের রং বাদামি আছে কী?
উত্তর : আমার মায়ের চোখ বাদামি। আর ছোট বোনের চোখ হালকা বাদামি।
প্রশ্ন : আপনার চোখ কি আপনার প্রিয়?
উত্তর : অনেক প্রিয়। চোখের কারণে আমার চেহারায় আলাদা একটা লুক আসে। অনেকের থেকে আলাদা মনে হয়। অবশ্য আরো একটি কারণ আছে।
প্রশ্ন : কারণটি কী?
উত্তর : আমি যেকোনো দেশে ঘুরতে গেলে সবাই আমার চোখের অনেক প্রশংসা করে। বিশেষ করে মেয়েরা।
প্রশ্ন : কী ধরনের প্রশংসা করে?
উত্তর : আমি কিছুদিন আগে লন্ডন থেকে ঘুরে এলাম। সেখানে কিছু মেয়ে আমাকে বলেছে, আমার চোখের রং খুব সুন্দর। আমি সত্যিই অবাক। তাদের চোখ বেশি সুন্দর। তাদের চোখগুলো একটু নীল রঙের হয়। তবুও তাঁরা আমার চোখের রঙের অনেক প্রশংসা করে। শুধু লন্ডন না। আমি যেখানেই বেড়াতে যাই সবাই আমার চোখ অনেক পছন্দ করে।
প্রশ্ন : আপনার কোন তারকার চোখের রং প্রিয়?
উত্তর : ঐশ্বরিয়া রায়। তাঁর নীল চোখ আমার ভীষণ প্রিয়।
প্রশ্ন : চোখে চশমা পরতে আপনার কেমন লাগে?
উত্তর : ভালো লাগে। কারণ চশমা পরলে লুকের অনেক ভিন্নতা আনা যায়।
প্রশ্ন : আপনি চোখে লেন্স পরলে কী ধরনের রং পছন্দ করেন?
উত্তর : আমি সাধারণত হালকা নীল রং এবং সুবজের মিশ্রণে লেন্স পরতে অনেক পছন্দ করি। কারণ এটা আমার গায়ের রঙের সঙ্গে ভালো মানিয়ে যায়।
প্রশ্ন : লাক্স সুন্দরী প্রতিযোগিতার সময় আপনার চোখ নিয়ে কেউ কি কিছু বলেছে?
উত্তর : হ্যাঁ। মজার ব্যাপার হলো সেই সময় সবাই বলত বৃষ্টি হলে আমার চোখের রঙের পরিবর্তন হয়। চোখ তখন হালকা সবুজ হয়। এই কথা আমি সব বন্ধুদের কাছ থেকে এখনো শুনি।
প্রশ্ন : নাটক ও চলচ্চিত্রে শুটিংয়ের সময় চোখ নিয়ে মজার কোনো ঘটনা আছে কি?
উত্তর : অনেক আছে। প্রায়ই শুটিংয়ের সময় সবাই বলত- ‘মিম চোখের লেন্স খুলে নাও।’ আমি অবাক হয়ে উত্তর দিতাম, ‘এটা আমার সত্যিকারের চোখ’। তারপরও পরিচালক বললে, চোখে কালো রঙের লেন্স পরে নিতাম। এটা এখনো করি। তবে এ বিষয়টি নিয়ে আমি অনেক মজা পাই।
প্রশ্ন : হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবিতে আপনার চোখে কালো লেন্স ছিল। সেটাও কি পরিচালকের কথা শুনে?
উত্তর : আমি স্বেচ্ছায় কালো লেন্স পরিনি। হুমায়ূন স্যার আমাকে জিজ্ঞেস করেন, ‘মিম তোমার কি এটা সত্যিকার চোখের রং?’ আমি বললাম হ্যাঁ। এটা শুনে স্যার আমাকে বলেছিলেন চোখে কালো লেন্স পরতে। তারপর চোখে কালো লেন্স পরেছি। এই ছবিতে পুরো দৃশ্যেই আমি কালো লেন্স পরেছিলাম।
প্রশ্ন : চোখে বিভিন্ন রঙের লেন্স পরতে কেমন লাগে?
উত্তর : অনেক ভালো লাগে। কারণ চেহারায় সবসময় বিভিন্ন রকম লুক চলে আসে কিন্তু ইদানীং একটা সমস্যা হচ্ছে আমি চোখে বেশিক্ষণ লেন্স পরে থাকতে পারি না।খুব কষ্ট করে বিজ্ঞাপনগুলোতে লেন্স পরার চেষ্টা করি।