দম লাগা কে হাইশা : বহুল প্রশংসা, স্বল্প আয়ে শুরু
গ্ল্যামারের তীর্থস্থান বলিউড। জিরো ফিগার আর সিক্স কি এইট প্যাক নকশার শরীর বানাতে তারকারা কঠিন অধ্যবসায় থেকে শুরু করে অস্ত্রপচারের টেবিলে যেতেও দ্বিধা করেন না। সেখানে স্থলদেহী নায়িকা, তাও আবার যশরাজ ব্যানারের ছবিতে! ভাবা যায়? এমনই কিন্তু যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘দম লাগা কে হাইশা’। আয়ুষ্মান খুরানা আর নবাগতা ভূমির অভিনয় মন জিতে নিয়েছে খোদ বলিউড তারকাদের। ওদিকে বক্স অফিসে শুরুটা বিশেষ সুবিধার হয়নি ছবিটির, এমনটাই জানা গেছে এনডিটিভির খবরে।
বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের টুইট থেকে মিলেছে পাকাপাকি খবর। প্রথমদিনে এক কোটি ১১ লাখ রুপি আয় করেছে ছবিটি। অবশ্য প্রশংসার ফলও বেশ পাওয়া গেছে, পরের দিনের আয় দুই কোটি ৯ লাখ রুপি, সবমিলিয়ে প্রথম দুই দিনে উপার্জন তিন কোটি ২০ লাখ রুপি।
মুম্বাইয়ের তারকারা ভূয়সী প্রশংসা করেছেন এই ছবির। এদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, আনুশকা শর্মা, রিতেশ দেশমুখ, অর্জুন কাপুরের মতো তারকারা।
শাহরুখ টুইট করেছেন, “কি দারুণ সততা নিয়ে বানানো ছবি ‘দম লাগা কে হাইশা’! মনীশ আর শরদকে শুভেচ্ছা।”
সুশান্ত সিং রাজপুতের টুইট, “মৌলিক, সৎ আর অসাধারণ একটা ছবি ‘দম লাগা কে হাইশা’। দারুণ পরিচালনা, আর দুর্দান্ত পারফরম্যান্স।”
অর্জুন কাপুর টুইট করেছেন, “সুতরাং এ থেকে বোঝা গেল যে ভালো অভিনেতা আর ভালো ছবিকে আপনি বেশি দিন দমিয়ে রাখতে পারবেন না। ‘দম লাগা কে হাইশা’র জন্য শুভকামনা।”
রাজকুমার রাও টুইট করেছেন, “দম লাগা কে হাইশা দারুণ একটা ছবি। এর চরিত্রগুলো কিংবা পারফরম্যান্স, সবই চমৎকার। এই অসামান্য সৃষ্টির জন্য অভিনন্দন শরৎ কাটারিয়াকে। আপনারাও দেখুন ছবিটি।”
এই ছবির কাহিনীর সময়কাল ১৯৯৪ সালের দিককার, বেমানান এক দম্পতি; প্রেম (আয়ুষ্মান খুরানা) আর সন্ধ্যার (ভূমি) ভালোবাসার গল্প। ছবিটি পরিচালনা করেছেন শরৎ কাটারিয়া। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, অলকা আমিন, শিবা চাড্ডা এবং সিমা পহ্বা।