সজলের ‘পেট্রল বোমা’
রোমান্টিক চরিত্রে অভিনয় করে সুখ্যাতি পেলেও সব ধরনের চরিত্রেই অভিনয়ে পারদর্শী আব্দুন নূর সজল। ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের চরিত্রই মানিয়ে নিতে পারেন তিনি।
সম্প্রতি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকের নাম ‘পেট্রল বোমা’। নাটকটি পরিচালনা করছেন জি এম সৈকত। সজলের বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমি হামিদ।
নাটকটিতে দেখা যাবে সজল অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
কিন্তু কেন? এর উত্তরে সজল বললেন, ‘নাটকে পড়াশোনা শেষ করে আমি বেকার যুবক থাকি। আমার মধ্যে একধরনের হতাশা কাজ করে। শেষ পর্যন্ত আমি এই ধরনের পেশায় জড়িয়ে পড়ি।’
‘পেট্রল বোমা’ নাটকটির গল্পে দেখা যাবে, সজল অপরাধ জগতে প্রবেশের পর অনুতপ্ত হয়ে আত্মযন্ত্রণায় ভুগতে থাকে । পুলিশ ধরে নিয়ে যায় তাকে। নাটকটির শেষ দৃশ্যে ফাঁসি হয় সজলের।
‘পেট্রল বোমা’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান অভিনেতা সজল।