সময় হলেই বিয়ে করব : রণবীর
গণমাধ্যমগুলো রণবীরের বিয়ে নিয়ে সরগরম বহুদিন ধরে। পারলে কাপুর পরিবারের ছেলেটিকে এখনই ‘বিবাহিত’ বলে ঘোষণা করে দেয়! বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি নতুন কিছু ছবি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আওয়াজ আরো জোরেশোরে উঠেছে, তবে কবে বিয়ে? কিন্তু এসবে বিশেষ টলছেন না রণবীর। এনডিটিভির খবরে জানা গেল, বিয়ের এতশত কথায় তেমন বিচলিত নন তিনি। যখন সময় হবে, তখনই বিয়ে করবেন।
‘আমার জীবন এখন যেমন চলছে, তাতে আমি দিব্যি খুশি। কখন বিয়ে করব, তা এখনো ঠিক করিনি। আমার ধারণা, বিয়ের বিষয়টি মানুষের হাতে নেই, যখন হওয়ার সেটা এমনিতেই হয়ে যাবে’—সুতরাং মানে মানে বোঝা গেল, ক্যাটরিনার সঙ্গে মোটামুটি মুক্ত জীবনযাপন আর প্রেমের সময়টা মন্দ কাটছে না ঋষি-নিতু তনয়ের!
বয়স তো আর থেমে নেই। সেই ‘সাওয়ারিয়া’র সদ্য তরুণ প্রেমিক থেকে রণবীর এখন অনেক পরিণত, কয়েক দিন বাদে ‘বোম্বে ভেলভেট’-এ মিলবে রণবীরের স্ট্রিট ফাইটার আদল। সে যাই হোক, বয়স নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না রণবীর।
‘আমি ও রকম মানুষ নই যে বলব, বয়স এখন ৩২, চলো বিয়ে করি কিংবা সময় তো চলে যাচ্ছে। যেদিন আমি সন্তান চাইব, যখন মনে করব যে আমার আর আমার সঙ্গীর মনে হচ্ছে যে ব্যাপারটা প্রাকৃতিক, কাজেই চলো বিয়ে করে ফেলা যাক—তখনই বিয়ে করে ফেলব। এটা একটা সহজাত বিষয়, সুতরাং সময় হলেই বিয়ে করব।’ বিয়ে নিয়ে নিজের অবস্থান এভাবেই ব্যাখ্যা করেছেন রণবীর।
গত বছর মোটামুটি পর্দার আড়ালেই ছিলেন রণবীর। এ বছরে মুক্তি পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ, অর্জুন রামপাল এবং তাঁর অভিনীত ছবি ‘রয়’। অনুরাগ কশ্যপের বহুল প্রতীক্ষিত ‘বোম্বে ভেলভেট’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর। ছবিটি এ বছর ১৫ মে নাগাদ মুক্তি পাওয়ার কথা।