আ. লীগকে ক্ষমতায় এনেছিলাম, সুবিচার পাই নাই : এরশাদ
আওয়ামী লীগকে ক্ষমতায় এনে সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলাম, কিন্তু সুবিচার পাই নাই। আমরা কোথাও সুবিচার পাই নাই। আমরা অত্যাচারিত।’
আজ বুধবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুই দিনের ডিজিটাল নির্বাচনী ক্যাম্পেইনের সমাপনী বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাকে আবার জেলে পাঠিয়েছিল। পাঁচ কোটি টাকার জরিমানা করেছিল। তাই, বলছি আমাদের বন্ধু আমরা। আমাদের বন্ধু জনগণ। আমাদের বন্ধু কৃষকগণ। আমাদের বন্ধু শ্রমিকগণ। আমাদের বন্ধু এরা নয়।’
আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের নেতাদের মামলার নিষ্পত্তি হলেও তাঁর মামলা শেষ হয় না বলেও আক্ষেপ করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এ ছাড়া তাঁর রাজনৈতিক জীবন সবসময় শৃঙ্খলিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমি মুক্ত রাজনীতি করতে পারি নাই। সব সময় শৃঙ্খলাবদ্ধ ছিলাম। এখনো শৃঙ্খলাবদ্ধ আছি। এখন মনে হয়, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে এই শৃঙ্খলা ভেঙে ফেলে আমরা মুক্ত মানুষ হব।’
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন এরশাদ।