‘গর্ভধারিণী’ আসছে বড় পর্দায়
মাহমুদ দিদার এ প্রজন্মের পরিচালক। এত দিন টিভি নাটক পরিচালনা করে সুনাম অর্জন করেছেন তিনি। এবার তিনি প্রস্তুত বড় পর্দার ছবি বানানোর জন্য।
সমরেশ মজুমদারের বহুল পঠিত উপন্যাস ‘গর্ভধারিণী’ পরিচালনা করতে যাচ্ছেন তিনি। গেল মাসে কলকাতায় সমরেশ মজুমদারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঢাকায় ফিরেছেন মাহমুদ দিদার। এ বিষয়ে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘গর্ভধারিণী’ চলচ্চিত্রটির কবে থেকে শুটিং শুরু করতে যাচ্ছেন?
উত্তর : এখন আমরা প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছি। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ছবির মহরত করব। জুন মাস থেকে আমরা শুটিং শুরু করব।
প্রশ্ন : ছবির চিত্রনাট্য কে লিখছেন?
উত্তর : গর্ভধারিণীর চিত্রনাট্য আমি লিখছি। সমরেশ দাদার সঙ্গে এই বিষয়ে আমার আলাপ হয়েছে। তিনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। সেই নির্দেশনা নিয়েই আমি চিত্রনাট্য লেখা শুরু করেছি। মূল গল্প ঠিক রেখেই ছবিটি নির্মাণ করব।
প্রশ্ন :‘গর্ভধারিণী’ চলচ্চিত্র্রে রূপ দেওয়ার প্রস্তাব শুনে সমরেশ মজুমদার কী বলেছিলেন?
উত্তর : “সমরেশ দাদা প্রস্তাব পেয়ে অনেক খুশি এবং উত্তেজিত হয়েছিলেন। তিনি বলেন, ‘কলকাতায় অনেকেই এটা ছবি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আশা করি তোমরা বানালেও এটা অনেক ভালো ছবি হবে’।”
প্রশ্ন : ছবিতে অভিনয়শিল্পী নির্বাচন করেছেন কি?
উত্তর : নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করব। এখনো ঠিক করিনি।
প্রশ্ন : ‘গর্ভধারিণী’ উপন্যাসটি আপনি প্রথম কবে পড়েছিলেন?
উত্তর : আমি যখন ক্লাস এইটে পড়ি তখনই পড়েছিলাম। খুব ভালো লেগেছিল আমার উপন্যাসটি।
প্রশ্ন : তখন কি ভেবেছিলেন এই উপন্যাস নিয়ে ছবি বানাবেন?
উত্তর : না। তখন তো একদমই ভাবিনি।
প্রশ্ন : ‘গর্ভধারিণী’ থেকে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত কবে নিলেন?
উত্তর : পাঁচ মাস আগে প্রযোজক আরশাদ আদনান ‘গর্ভধারিণী’ উপন্যাসটির ছবি বানানোর প্রস্তাব আমাকে দিয়েছিলেন। আমিও আনন্দচিত্তে রাজি হই।