নির্বাচনকালীন সরকারে থাকব : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় থাকতে পারি আমি, এতে কোনো বাধা নেই।’
আজ বৃহস্পতিবার রংপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন এইচ এম এরশাদ।
এরশাদ বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী মন্ত্রিসভায় থাকতে পারবেন না। উনি বিরোধী দলীয় নেত্রী থাকবেন শেষদিন পর্যন্ত। কিন্তু আমি থাকব।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, ‘ইভিএম আগেও সমর্থন করিনি, এখনো করি না।’
এরশাদ আরো বলেন, ‘বিএনপি নির্বাচন এলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয়পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তাহলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলনে।