আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি : সাকিব
বাংলাদেশের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নিতে সাবিক-মুশফিকদের সাবেক কোচ শেন জার্গেনসেনকে মাত্র এক ম্যাচের জন্য পরামর্শক হিসেবে নিয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয় পেতে স্কটিশরা কতটা মরিয়া, এ তথ্যেই তা বোঝা যায়। জার্গেনসেনের ‘শত্রু-শিবিরে’ যোগদান নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে আগামী বৃহস্পতিবার স্কটিশদের হারাতে সমস্যা হবে না।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য স্কটল্যান্ডকে হারাতেই হবে বাংলাদেশকে। এরপর ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের যেকোনো একটি দলকে হারাতে পারলে শেষ আটের টিকিট পেয়ে যাবে মাশরাফির দল।
স্কটল্যান্ড নয়, সাকিব ভাবছেন শুধু নিজেদের নিয়ে। মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘আসলে ওরা কী করবে তা নিয়ে বেশি না ভেবে আমরা কী করতে পারি সেটার দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের শক্তি কোথায়, এর আগে আমরা কী-কী ভুল করেছি, কোন্-কোন্ জায়গায় আরো উন্নতি করতে হবে সেসব দিকে মনোযোগ দিচ্ছি আমরা। নিজেদের সেরাটা খেলতে পারলে অবশ্যই আমাদের পক্ষে জেতা সম্ভব।’
স্কটল্যান্ডের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বাংলাদেশের স্পিনারদের নিয়ে বেশ চিন্তিত। সাকিবের অবশ্য ধারণা, নেলসনের উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু নেই, ‘এখানে স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে কি না তা নিয়ে সংশয় আছে। সুবিধা পেলে আমাদের স্পিনাররা তা কাজে লাগাতে পারবে। অবশ্য আমরা যে দুটি ম্যাচ খেলেছি সে দুটিতে স্পিনাররা উইকেট থেকে তেমন সহায়তা পায়নি। আমার মনে হয় এখানে ফাস্ট বোলারদের দায়িত্বই বেশি।’