কেক মেখে শ্রদ্ধার জন্মদিন!
বয়স হলো ২৬। বলিউডের আগামী দিনগুলোতে রাজত্বের বড় অংশীদার হতে চলেছেন বোদ্ধাদের মতে। সে জন্যই বোধহয় শ্রদ্ধা কাপুর বেশ ফূর্তিতেই পালন করেছেন জন্মদিনের শুভ দিনটি। বিশাল সেলিব্রেশন কিংবা গ্ল্যামার পার্টি নয়, একান্তে আনন্দ করেছেন নিজ পরিবারের সাথে। পুরো মুখে কেক মেখে ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ওদিকে, তাঁর বলিউডপাড়ার সহকর্মীদের শুভেচ্ছাও পেয়েছেন বলে জানা গেছে এনডিটিভির খবরে।
আলিয়া ভাটের টুইট, ‘শুভ জন্মদিন ভাইইইই...এই দারুণ দারুণ দারুণ দিনটায় অনেক ভালোবাসা!’
প্রিয়াংকা চোপড়া টুইট করেছেন, ‘শুভ জন্মদিন শ্রদ্ধা। কামনা করি এ বছরটা তোমার অসামান্য যাক... জোজো...ভালোবাসা নিও, হাসিখুশি থেকো সবসময়!’
করন জোহরের টুইট পোস্ট, ‘শুভ জন্মদিন শ্রদ্ধা.. দারুণ একটা বছর যাক তোমার! অনেক ভালোবাসা নিও!’
শ্রদ্ধার আসন্ন ছবি ‘রক অন ২’-এর প্রযোজক রিতেশ সিধওয়ানির টুইট, ‘শুভ জন্মদিন শ্রদ্ধা। সুখ, শান্তি, সাফল্য আর অনেক ভালোবাসায় ভরে উঠুক তোমার এ বছরটা! দারুণ একটা বছর কাটাও!’
শ্রেয়া ঘোষাল টুইট করেছেন, ‘শুভ জন্মদিন শ্রদ্ধা। তোমার অনেক সাফল্য আর সুখ কামনা করি।’
‘আশিকী ২’ আর ‘এক ভিলেন’ খ্যাত এই তারকা পরিবারের আপনজনদের সাথেই কাটিয়েছেন পুরো দিন। ইনস্টাগ্রামে যে কেক মাখানো ছবিটি আপলোড করেছেন, তাতে ক্যাপশনও জুড়ে দিয়েছেন- ‘হোম সেলিব্রেশনস’!
এ বছরে আসতে যাচ্ছে শ্রদ্ধার বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি। এর মধ্যে রয়েছে ‘এবিসিডি-এনিবডি ক্যান ড্যান্স ২’, ‘রক অন ২’-এর মত কিছু সিকুয়েল ছবি।