দুই বছরের মধ্যে ঢাকাকে যানজটমুক্ত করার লক্ষ্য
আগামী দুই বছরের মধ্যে ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার বাস রুট র্যাশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন সংক্রান্ত কমিটির বৈঠকে মেয়র সাঈদ খোকন এ কথা জানান। নগর ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্বে করেন মেয়র সাঈদ খোকন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নেওয়া এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সম্প্রতি ঢাকা দক্ষিণের মেয়রকে দায়িত্ব দেয় সরকার।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে একটি যানজটমুক্ত, নিরাপদ পরিবেশবান্ধব সড়ক এ শহরের মানুষকে উপহার দেওয়া আমাদের লক্ষ্য। আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ওপর আস্থা রাখুন।’
বৈঠকে কমিটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিনিধি এবং পরিবহন মালিকরা অংশ নেন। মহানগরীকে যানজটমুক্ত করা, নাগরিকদের জন্য চলাচল নিরাপদ করা এবং দুষনমুক্ত নগরী গড়ে তোলা এই কমিটির প্রাথমিক লক্ষ্য বলে জানান মেয়র।