মমর ‘ছুঁয়ে দিলে মন’
জাকিয়া বারী মম। এ সময়কার ব্যস্ত তারকা তিনি। বিশেষ দিবসের জন্য খণ্ড নাটকগুলোতে অভিনয় করছেন এই তারকা অভিনেত্রী। অভিনয় করতে গিয়ে তিনি সম্প্রতি প্রেমে পড়েছেন নীলার। কিন্তু কে এই নীলা? আর কেউ নন, নীলা একটি চরিত্র। আর এই চরিত্রের প্রেমেই পড়েছেন মম। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে মম এই নীলার চরিত্রে অভিনয় করেছেন।
এনটিভি অনলাইনকে মম বলেন,‘নীলা চরিত্রটিতে অভিনয় করার পর থেকে আমি নীলার প্রেমে পড়ে যাই। নীলা মেয়েটি মিষ্টি প্রেমিকা। যে কেউ দেখলেই তাঁর প্রেমে পড়ে যাবে। আমি কিন্তু এখনো নীলা চরিত্র্রের মধ্যে ডুবে আছি’।
১০ এপ্রিল মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি। ছবিতে জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ। সম্প্রতি তাঁরা ছবির জন্য ফটোশুটও করেছেন।
ছবির ফটোশুটে মমকে শাড়িতে দেখা যাবে বলে জানান অভিনেত্রী মম। কিন্তু ছবির কাহিনী জানতে অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।