‘আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের পদক্ষেপ নেওয়া উচিত’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের পদক্ষেপ নেওয়া উচিত।’ তিনি আরো বলেন, ‘নির্বাচিত হলে আমি জনমত সৃষ্টি করব যেন আড়িয়াল বিলে সরকার বিমানবন্দর তৈরি করে।’
আজ শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন মাহবুবে আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লৌহজংয়ে আগমন উপলক্ষে এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই জনসভার আয়োজন করা হয়।
মাহবুবে আলম বলেন, ‘আমি যদি মনোনয়ন পাই এবং সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে পারব। আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, সে সময় কিছু কুচক্রী মহলের প্ররোচনায় নানা রকম প্রতিবাদের জন্য সরকার এ কাজ থেকে বিরত রয়েছে। যদি আড়িয়াল বিলে বিমানবন্দর হয় তাহলে বিভিন্ন দেশের বিমান এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবে। আমি মনে করি, বিমানবন্দর নির্মাণের পদক্ষেপ নেওয়া উচিত। বিমানবন্দর করা হলে অর্থনীতির আমূল পরিবর্তন হবে। নির্বাচিত হলে আমি জনমত সৃষ্টি করব যেন আড়িয়াল বিলে সরকার বিমানবন্দর তৈরি করে।’
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘আমার বিভিন্ন জনসমাবেশে বর্তমান এমপির লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করছে। পোস্টার ব্যানার ছিঁড়ছে। কিন্তু, দলের স্বার্থে আমি চুপ আছি। পার্টির অধিকাংশ লোক আমার সাথে আছে। জনগণ আমার সাথে আছে। আমি যদি মনোনয়ন পাই, যদি নির্বাচিত হই, আমি কোনো সন্ত্রাসীকে সাথে রাখব না। কোনো মাদক ব্যবসায়ীকে সাথে রাখব না। জনগণকে নিয়ে মাদক নির্মূলের চেষ্টা করব। এই জনপদকে সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করব।’
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ খানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভুইয়াসহ স্থানীয় নেতারা।