৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি জাপার
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
আজ রোববার রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় আসন্ন একাদশ নির্বাচনে দলীয় অবস্থান বিষয়ে আলোচনা হয়।
পরে এক ব্রিফিংয়ে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্য জোটে জাতীয় পার্টি ডাক পেলে যাবে কি না, তা নিয়ে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। ড. কামাল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাননি, এ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল সংবাদ এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
রুহুল আমিন হাওলাদার আরো বলেন, ‘জাতীয় পার্টি মনে করে, জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ অনিবার্য। রাজনীতি তো আজকে সন্ধ্যা পর্যন্ত এ রকম যাবে, রাতে আরেকটু মোড় নেবে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার সব দলের বৈঠকে কোন মেরুকরুণ হয়, সেটাও দেখতে হবে। এখন পরিস্থিতি যেদিকে যাবে, সেই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে জাতীয় পার্টিকে যেতে হবে।’