ভারতে নিষিদ্ধ ‘ফিফটি শেডস অব গ্রে’
পুরো দুনিয়া শাসন করে ভারতবর্ষে এসেই আটকা পড়ল ‘ফিফটি শেডস অব গ্রে’র রোমান্টিক চাবুক! বিশ্বের বিভিন্ন দেশে বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর এই ইরোটিক ফিল্মটির বিশাল সম্ভাবনার বাজার ছিল ভারত। তবে অনুমিতভাবেই, দেশটির সেন্সর বোর্ড বড়পর্দায় ‘ফিফটি শেডস অব গ্রে’ চালাবার অনুমতি দেয়নি পরিবেশকদের। কেন এ নিষেধাজ্ঞা, তার ব্যাখ্যা দিতে গররাজি সেন্সর বোর্ডের প্রধান নির্বাহী শ্রাবণ কুমার- জানা গেল টাইমস অব ইন্ডিয়ার খবরে।
তবে ‘ফিফটি শেডস অব গ্রে’র পরিবেশকদের জন্য একটু হলেও আশা এখনো রয়েছে। সেন্সর বোর্ড ছবি চালানোর অনুমতি দেয়নি বটে, তবে ইউনিভার্সাল পিকচার্স চাইলে এ সিদ্ধান্তের বিপরীতে আপিল করতে পারবে বলে জানিয়েছেন শ্রাবণ।
ইউনিভার্সাল পিকচার্সের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশ কিছু স্পর্শকাতর দৃশ্য ও নগ্নতা সম্পাদনার মাধ্যমে ছেটে ফেলা হয়েছে। তবে এরপরও ছবিটিতে বেশ কিছু সংলাপ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।
ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবি এখন পর্যন্ত বিশ্বব্যাপী কম করে হলেও ৪০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এই ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন অজস্র দর্শক। সুতরাং, এটি যে মুক্তির পর পরই বেশ সাড়া জাগাবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। কিন্তু তাই বলে একদিনেই এমন বাঁধভাঙা সাফল্যের কথা নির্মাতারাও হয় তো ভেবে রাখেননি! মাত্রাতিরিক্ত যৌনতার চিত্রায়ন এবং রগরগে কাহিনীর জন্য বেশ কিছু দেশে (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া) ছবিটির প্রদর্শন নিষিদ্ধ হয়েছে। ছবিটির মূল পরিবেশক কমকাস্ট করপোরেশন একই কারণে চীনেও ছবিটি মুক্তি দেননি, কারণ মাত্রাতিরিক্ত যৌনতার কারণেই সেখানে প্রদর্শনের অনুমতি মিলত না।
ই এল জেমসের ইরোটিক ঘরানার উপন্যাস ‘ফিফটি শেডস অব গ্রে’র সাফল্যই বলে দিচ্ছিল এই উপন্যাস থেকে সিনেমা তৈরি হওয়াটা ছিল নিতান্ত সময়ের ব্যাপার মাত্র। প্রশ্ন ছিল কেবল চিত্রায়ন নিয়ে, যাঁরা পড়েছেন এই বেস্টসেলার ইরোটিক উপন্যাস তাঁরাই তা ভালো জানেন! সেই প্রশ্নের উত্তর ক্রিস্টিয়ান গ্রে চরিত্রে অভিনয় করা জেমি ডোরনান ও আনাস্তাসিয়া স্টিলের ভূমিকায় ডাকোটা জনসন ‘কেমনভাবে’ দিয়েছেন- তা যাচাই করার সুযোগ অবশ্য ভারতীয় দর্শকদের বড়পর্দার অভিজ্ঞতা থেকে মেলানো সম্ভব হবে বলে মনে হচ্ছে না!
ই এল জেমসের মূল উপন্যাস থেকে ‘ফিফটি শেডস অব গ্রে’র চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। ছবিটি পরিচালনা করেছেন স্যাম টেলর-জনসন।