টাইগারদের মুনমুন-নাবিলার অভিনন্দন
প্রতিদিনের মতো কি আজো সকাল বা একটু বেলা করে ঘুম থেকে উঠেছেন? সবাই হয় তো এই কাজটি করেননি। কারণ আজ ছিল বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও স্কট্যলান্ডের খেলা। ভোর ৪টায় নেলসনে এই খেলা শুরু হয়। ৩১৮ রানের জবাবে বাংলাদেশ স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। বাংলাদেশের এই বিশাল জয়ে সবাই উচ্ছ্বসিত।
উচ্ছ্বাসের জোয়ারে শামিল হয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা মুনমুন ও নাবিলা। এনটিভি অনলাইনকে তাঁরা জানান নিজেদের আনন্দ অনুভূতির কথা।
মুনমুন
প্রশ্ন : বাংলাদেশ জেতার পর কেমন লাগছে?
উত্তর : আমি অনেক খুশি। বিশেষ করে তামিমের খেলা ভালো লেগেছে।
প্রশ্ন : আপনার কোন খেলোয়াড়ের খেলা বেশি ভালো লাগে?
উত্তর : সবার খেলাই ভালো লাগে। মাশরাফি, মুশফিক, সাকিব এককথায়
অসাধারণ। নতুনদের মধ্যে সাব্বির, তাসকিন অনেক ভালো খেলে।
প্রশ্ন : আজ নেলসনের মাঠে আপনি যদি ধারাভাষ্যকার হতেন বাংলাদেশকে প্রথমে কী বলে অভিনন্দন জানাতেন?
উত্তর : ‘এগিয়ে চলো বাংলাদেশ।’
নাবিলা
প্রশ্ন : বাংলাদেশের ব্যাটিং না কি বোলিং বেশি পছন্দ?
উত্তর : দুইটাই ভালো লাগে। সাকিব আল হাসানের ব্যাটিং অনেক পছন্দ করি।
প্রশ্ন : আজ কি খেলা দেখেছেন?
উত্তর : পুরো সময় দেখতে পাইনি। আমার অনলাইন রেডিওতে শো ছিল।অতিথি ছিলেন সংগীতশিল্পী এলিটা।
প্রশ্ন : খেলা দেখতে না পেলে কেমন লাগে?
উত্তর : একদমই ভালো লাগে না। খুব দুঃখজনক হলেও সত্যি আমি কখনো খেলা দেখার মতো করে দেখতে পারি না। তবে ইচ্ছা আছে বিশ্বকাপের যেকোনো একদিন পুরো সময় নিয়ে বাংলাদেশের খেলা দেখব।
প্রশ্ন : আজ নেলসনের মাঠে আপনি যদি ধারাভাষ্যকার হতেন বাংলাদেশকে প্রথমে কী বলে অভিনন্দন জানাতেন?
উত্তর : ‘গর্জে ওঠেছে বাংলাদেশ।’