স্কয়ার ড্রাইভ
জ্বলে উঠতে পারেন গেইল
ক্রিস গেইল এমন একজন ব্যাটসম্যান, যাঁর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি করে আগের সব ব্যর্থতা ঝেড়ে ফেলেছেন তিনি। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেই আবার ‘ফ্লপ’! তবে মনে হচ্ছে শুক্রবার ভারতের সঙ্গে আবার জ্বলে উঠবেন গেইল। আর গেইলের ভালো করা মানেই ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের পথে এগিয়ে যাওয়া।
পার্থের ওয়াকায় ক্যারিবীয়রা আগে ব্যাট করে তিনশর ওপরে রান করতে পারলে তা ‘চেজ’ করে জেতা কঠিন হয়ে পড়বে ধোনিদের জন্য। তেমনি ভারত আগে ব্যাট করলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও জেতা সহজ হবে না।
ডে-নাইট ম্যাচে পার্থের উইকেটে পরে ব্যাট করে জেতা খুব কঠিন। তাই এই ম্যাচে টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
ভারতের জন্য ‘প্লাস পয়েন্ট’, গত শনিবার তারা এই মাঠে আরব আমিরাতকে বিশাল ব্যবধানে হারিয়েছে। সেই অভিজ্ঞতা শুক্রবার কাজে আসতে পারে। তাদের ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছে।
দুই দলেরই বোলিং আক্রমণ তেমন সুবিধার নয়। তাই ব্যাটিংয়ে বেশি ভালো করা দলের জয়ের সম্ভাবনাই বেশি।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।