আবার শাকিব-অপুর ‘দুই পৃথিবী’
দুই বছর পর আবার যাত্রা শুরু করল পরিচালক এফ আই মানিক পরিচালিত তারকাবহুল ছবি ‘দুই পৃথিবী’। ২০১২ সালের মার্চে কাজ শুরু হলেও মাঝে দীর্ঘ বিরতিতে ছিল ছবিটির কাজ। আগামীকাল শনিবার ৭ মার্চ মগবাজারের একটি শুটিং হাউসে কাজের মাধ্যমে শেষ হতে যাচ্ছে এই বিরতি। ছবির পরিচালক এফ আই মানিক এ ছবি নিয়ে বিস্তারিত কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : এতদিন ধরে ছবির কাজ বন্ধ ছিল কেন?
উত্তর : ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। সাময়িক সমস্যার কারণে প্রযোজক ছবির কাজ বন্ধ রেখেছিলেন। আবার যেহেতু এটা বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত নায়ক শাকিব খানসহ অনেক তারকাকে একসঙ্গে নিয়ে করা ছবি, তাই সবার একসঙ্গে শিডিউলও মেলাতে পারছিলাম না। একবার শিডিউল মিস হলে এতগুলো তারকাকে একসঙ্গে আনাটাও তো খুব সমস্যার। একজনের মেলে তো আরেকজনের মেলে না! এমন করেই চলে গেল দুই বছর!
প্রশ্ন : আগামীকাল কি শুটিং করবেন?
উত্তর : আমাদের পুরো ছবির কাজই প্রায় শেষ। মাত্র একটি সিকোয়েন্স বাকি আছে, তাও আবার শেষ দৃশ্য। শেষ দৃশ্যে আমার সবাইকে দরকার।
প্রশ্ন : কারা থাকবেন শুটিংয়ে?
উত্তর : শেষ দৃশ্যে আসলে প্রায় সবাইকেই লাগবে, যেমন : শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলিরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহম্মেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা। এঁদের একজন না এলেই আমার শুটিং আবার বাতিল করতে হবে।
প্রশ্ন : তাহলে আগামীকাল শুটিং হয়ে গেলেই ‘দুই পৃথিবী’র কাজ শেষ?
উত্তর : না, সিকোয়েন্স শেষ। এ ছাড়া দুটি গানের অংশ বাকি আছে। তবে গান যেহেতু নায়ক-নায়িকা হলেই করতে পারব, তাই ওটা নিয়ে বেশি ভাবছি না।
প্রশ্ন : গানের শুটিং কবে থেকে শুরু করবেন?
উত্তর : আগামীকাল বলতে পারব। শাকিব খান, অপু বিশ্বাস, অহনা—এই তিনজনের শিডিউল লাগবে। মার্চের ২২ তারিখ গাজীপুরে আমাদের শুটিং করার ইচ্ছা আছে। শাকিবের শিডিউলে একটু ঝামেলা আছে, তবে আগামীকাল বিষয়টি ঠিক হবে।
প্রশ্ন : ছবিটি কবে নাগাদ মুক্তি দিতে চান?
প্রশ্ন : আগামী রোজার ঈদ সামনে রেখে আমরা ছবির কাজ শেষ করছি। এমন তারকাবহুল ছবি ঈদে মুক্তি না দিলে টাকা ওঠানো সম্ভব নয়। আর দর্শক অপেক্ষায় থাকেন ভালো একটা ছবি দেখার। আমি বলতে চাই, আগামী ঈদে দর্শক ভালো একটা ছবি দেখতে পাবেন।