মতবিরোধ থাকলেও নির্বাচনে সমস্যা হবে না : সিইসি
ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে নির্বাচন কমিশনারদের মধ্য মতবিরোধ থাকলেও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে কোনো কঠিন অবস্থার মুখে পড়তে হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।
আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন।
গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে গণমাধ্যমে কথা বলেছেন। এই ব্যাপারে জানতে চাইলেও সিইসি কোনো মন্তব্য করতে রাজি হননি।
‘তাহলে মাহবুব তালুকদার যে অভিযোগ করেছেন তা সত্য বলে ধরে নিব কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি সিইসি।
এ সময় আচরণবিধির কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সিইসি। তবে তিনি বলেন, ‘কী কী পরিবর্তন আনা হবে তা এখন মনে নেই। আগামী কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে।’
মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা সব আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বেশ ভালো সহযোগিতা পাচ্ছেন বলে মন্তব্য করেন সিইসি।