জনগণের চাওয়া বুঝে কাজ করার নির্দেশ সিইসির
রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না ইসি। জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা।
আজ রোববার সকালে নির্বাচন কমিশনের ট্রেনিং ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার-সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা বলেন, এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে কমিশন।
ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, রাতভর ব্যালট পেপার পাহারা দেওয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, সেদিক বিবেচনা করে কাজ করতে হবে ইসিকে।
সিইসি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। এতে করে নির্বাচনী পরিবেশ ভালো থাকবে।