স্কয়ার ড্রাইভ
বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচক হিসেবে আমি ভীষণ গর্ববোধ করছি। আমরা এমন একটা দল নির্বাচন করতে পেরেছি যারা ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ দলকে।
বাংলাদেশ দলের এই সাফল্যে সারা দেশের মানুষের মতো আমিও খুব খুশি। মাশরাফিদের কাছে এমনই প্রত্যাশা ছিল আমাদের।
এই জয় সম্মিলিত প্রচেষ্টার ফল। ৪৮তম ওভারে ক্রিস ওকসের সহজ ক্যাচ তামিম ইকবাল ফেলে দিলে মনে হয়েছিল ম্যাচটা বুঝি হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু রুবেলের দুটি অসাধারণ বলে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। ৪৯তম ওভারের প্রথম ও তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনের স্টাম্প এলোমেলো করে বাংলাদেশকে উল্লাসে ভাসিয়ে দেন রুবেল।
সপ্তম উইকেটে জেমস বাটলার আর ওকসের ৭৫ রানের জুটি ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তবে বাংলাদেশের পেসারদের তোপের সামনে শেষ পর্যন্ত তারা দাঁড়াতে পারেনি।
ব্যাটসম্যানদের এনে দেওয়া ২৭৫ রানের ভালো সংগ্রহ বোলারদের জন্য সুবিধা করে দিয়েছে। সে জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে মাহমুদউল্লাহ ও মুশফিককে। দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে। মুশফিক তো ধারাবাহিকভাবেই ভালো খেলে যাচ্ছে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।