স্কয়ার ড্রাইভ
এ যেন অন্য ভারত
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে যে ভারতকে দেখেছিলাম, বিশ্বকাপে তাদের একেবারে অন্য চেহারায় দেখছি। টুর্নামেন্টে একমাত্র ভারতকেই এখন পর্যন্ত বিন্দুমাত্র ‘স্ট্রাগল’ করতে হয়নি। তারা বেশ দাপটের সঙ্গে খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মনে হয়, তারা ফাইনালে খেলবে।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলতে না পারলেও ওই টুর্নামেন্ট ভারতের বেশ কাজে এসেছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। যে কারণে বিশ্বকাপের শুরু থেকেই ভালো খেলতে পারছে গতবারের চ্যাম্পিয়নরা।
ধোনির দলের খেলা দেখে মনে হচ্ছে, তাদের ‘গেমপ্ল্যান’ অন্য দলগুলোর চেয়ে আলাদা। আমার ধারণা, ভারত প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে মাঠে নামছে। তাই সফলতাও পাচ্ছে।
‘টিম ইন্ডিয়া’ দারুণ উজ্জীবিতও। তাদের ব্যাটসম্যানরা ভালো করছে, বোলাররাও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।
আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও আয়ারল্যান্ডকে একটুও হালকাভাবে নেয়নি ভারত। পেশাদার মনোভাব নিয়ে খেলে অনায়াস জয় পেয়েছে। অথচ এর আগে আয়ারল্যান্ড প্রায় প্রতিটি দলকেই ভুগিয়েছে।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে স্কটল্যান্ডও তেমন ভালো খেলতে পারবে বলে মনে হয় না। লম্বা সময় ধরে বিশ্বকাপ হচ্ছে বলে ‘ছোট’ দলগুলো সম্ভবত ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না।
আমি চাই, এ ম্যাচেও কুমার সাঙ্গাকারা সেঞ্চুরি করুক। সে যেভাবে খেলছে, তাতে টানা চতুর্থ সেঞ্চুরি করলে অবাক হব না।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।