নিজ খরচে প্রচার সামগ্রী অপসারণে ইসির নির্দেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভবন, দোকান, স্থাপনা এবং যানবাহন থেকেও ছবি বা পোস্টার জাতীয় প্রচার সামগ্রী নিজ খরচে অপসারণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অপসারণের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকান, রাস্তাঘাট, যানবাহন, ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুনসহ অন্যান্য প্রচার সামগ্রী রয়েছে তাদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে এসব প্রচার সামগ্রী নিজ খরচে অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছাড়া যেসব ব্যক্তি বা যৌথ মালিকানাধীন ভবন, প্রতিষ্ঠান, দোকান, যানবাহন ও স্থাপনায় প্রাচার সামগ্রী রয়েছে সেসব ভবন, প্রতিষ্ঠান, দোকান, যানবাহন, স্থাপনার মালিকদেরকেও নিজ নিজ উদ্যোগ এবং নিজ খরচে তা অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
১৪ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ প্রতিপালন না করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে এসব পোস্টার, ব্যানার বা ফেস্টুন সরিয়ে ফেলতে উঠেপড়ে লেগেছে ইসি। তারই ধারাবাহিকতায় ইসি মূলধারার গণমাধ্যমসহ টুইটার কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও প্রচার করছে।