‘দায়িত্বে অনিয়ম হলে পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা’
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘এবার সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে হবে, কোনো পর্যবক্ষেক সংস্থা দায়িত্ব পালনে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষকদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। পাশাপাশি নির্বাচনী নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের সতর্ক থাকার নিদের্শনা দেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পর্যবেক্ষকের আচরণ হবে নিরপেক্ষ। এমন কোনো ব্যক্তিকে আপনারা নিয়োগ দেবেন না, যাঁরা কোনো রাজনৈতিক দলের সদস্য। এমন কোনো কাজ করবেন না, যেটার জন্য আমাদের নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল হতে পারে বা প্রশ্নবিদ্ধ হতে পারে।’
নির্বাচন কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানান ইসি সচিব। নিবন্ধিত ১১৮টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এ ব্রিফিং অনুষ্ঠানে অংশ নেন।