স্কয়ার ড্রাইভ
আরেকটি দুর্দান্ত লড়াই চাই
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এখন উজ্জীবিত। নিউজিল্যান্ড ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। খেলতে হবে আরেকটি দুর্দান্ত ম্যাচ। দলের প্রত্যেকে সামর্থ্যের সেরাটা দিতে পারলে নিউজিল্যান্ডকেও হারানো সম্ভব।
অবশ্য দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। কিউইদের হারাতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। শুধু নিজেরা ভালো খেললেই হবে না, প্রতিপক্ষের কয়েকজনকে নিয়েও বাড়তি সতর্ক থাকতে হবে।
ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসন এবং বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ড্যানিয়েল ভেট্টরিকে মোকাবেলার ওপরে বাংলাদেশের সাফল্য অনেকাংশে নির্ভর করছে।
নিউজিল্যান্ডকে তিনশর কাছাকাছি লক্ষ্য দিয়ে ম্যাককালাম ও অ্যান্ডারসনকে দ্রুত ফেরাতে পারলে কাজটা একটু সহজ হয়ে যাবে।
হ্যামিল্টনের সেডন পার্কের একটা বড় সমস্যা প্রচণ্ড বাতাস। মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া জোরালো বাতাসের কারণে আমাদের ক্রিকেটারদের খেলতে সমস্যা হতে পারে। তবে এই সমস্যা মোকাবিলা করেই খেলতে হবে।
শুনলাম নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ঠেকাতে স্পিন বোলিংয়ে গুরুত্ব দেওয়ার পক্ষে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে আমার মনে হয় না এমন পিচে স্পিনাররা তেমন কার্যকর ভূমিকা রাখতে পারবে। বরং পেস বোলিংয়ে গুরুত্ব বাড়ানো উচিত।
মাশরাফি খেলতে পারলে দলের জন্য ভালো হবে। আমি এখনো নিশ্চিত নই সে খেলতে পারবে কি না। একজন নেতা, একজন বোলার মাশরাফিকে দলের জন্য খুবই প্রয়োজন। সে থাকলে দল অনেক উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবে।
বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে সব বিভাগেই জ্বলে উঠে দাপটের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে-বলে অসাধারণ নৈপূণ্য সহজ জয় এনে দিয়েছে প্রোটিয়াদের। তবে এত কাছে গিয়েও তাঁর সেঞ্চুরি না পাওয়া নেহাত দুর্ভাগ্যজনক।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।