নজরুলসংগীতের অ্যালবাম করছেন ন্যান্সি
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েই সাধারণ শ্রোতাদের কাছে পরিচিতি পান সংগীতশিল্পী ন্যান্সি, হয়ে ওঠেন তারকাশিল্পী। এরপর গানের অ্যালবাম বেরিয়েছে সেখানেও তিনি প্রমাণ করেছেন নিজের মেধা ও স্বাতন্ত্র্য। বর্তমানে আধুনিক শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। তবে ন্যান্সি নিজেকে নজরুলসংগীতশিল্পী বলতেই ভালোবাসেন। তাঁর প্রিয় কবিও কাজী নজরুল ইসলাম। ন্যান্সির কাছ থেকে জানা গেল নজরুলের গান নিয়ে অ্যালবাম বের করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন অ্যালবাম ও ব্যক্তিগত অনেক প্রসঙ্গ নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘দুষ্ট ছেলে’ অ্যালবাম দিয়ে ভালো সাড়া পেয়েছেন। এরপর কী ধরনের অ্যালবাম বের করতে চান?
উত্তর : নজরুলসংগীতের অ্যালবাম বের করব। নজরুলের গানের প্রতি আমার আলাদা টান রয়েছে। ছোটবেলায় আমি নজরুলসংগীত শিখেছি। আমি নিজেকে নজরুলসংগীতশিল্পী বলতেই বেশি ভালোবাসি।
প্রশ্ন : অ্যালবামে নজরুলের কয়টি গান থাকছে?
উত্তর : আটটি গান রাখার ইচ্ছে আছে। এখনো চূড়ান্ত করিনি। এমনও হতে পারে ১৬টি গান রেকর্ডও করে ফেলতে পারি। সব শিল্পীর কণ্ঠে কিন্তু সব গান মানায় না। তারপরও নজরুলের গানের অ্যালবাম নিয়ে আমি আশাবাদী।
প্রশ্ন : নজরুলের কবিতা, গান, গল্প কোনটা বেশি ভালো লাগে?
উত্তর : সবই ভালো লাগে। গান আকর্ষণ করে বেশি। এ ছাড়া আমার বাসায় নজরুলসমগ্র রয়েছে। সময় পেলেই আমি পড়ি।
প্রশ্ন : আপনি চলচ্চিত্রে প্লে ব্যাক করে সফল হয়েছেন। আপনার নিজের অ্যালবামের গান নাকি প্লে ব্যাক গান, কোনটা করতে বেশি ভালো লাগে?
উত্তর : অবশ্যই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে বেশি ভালো লাগে। এর প্রধান কারণ চলচ্চিত্রের গান গল্পনির্ভর হয়। নিজের গানের অ্যালবামেও কিন্তু বিশেষ আবেদন রয়েছে। চলচ্চিত্রের গানে রাগ, দুঃখের অনেক মাত্রা রয়েছে। আমি আমার কণ্ঠে নায়ক-নায়িকাদের দৃশ্যায়ন দেখতে পাই। এটা অনেক উপভোগ করি। অনেক কিছু শিখতেও পারি।
প্রশ্ন : কনসার্ট, টিভি লাইভ, স্টুডিও কোনটাতে গান গাইতে বেশি ভালো লাগে?
উত্তর : আমার স্টুডিও পছন্দ। রেকর্ডিং-এর পুরো সময় শুধু মাইক্রোফোনে ফোকাস রাখতে পারি। আমার সাজ, মেকআপ দরকার হয় না। গানে ভালো অভিব্যক্তি দেওয়া যায়। কনসার্টেও গান গাওয়ার অন্যরকম মজা আছে।