ইমরান সরকার ও আ.লীগের জাকিরসহ ১৯ জনের মনোনয়ন বাতিল
কুড়িগ্রামে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনসহ ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এসব মনোনয়নপত্র বাতিল করেন। তথ্যগত ত্রুটির কারণে এগুলো বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার চারটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ১১, কুড়িগ্রাম-২ থেকে ১৫, কুড়িগ্রাম-৩ আসনে ৯ ও কুড়িগ্রাম-৪ আসনে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল খালেকসহ ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১৩ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেবল কুড়িগ্রাম-৪ আসনে সাবেক সাংসদ মো. গোলাম হাবিবের মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বর ভুলের অভিযোগ তুলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন আমি মনোনয়ন বৈধ্তার জন্য নির্বাচন কমিশনে আপিল করব।’