নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে কমিশন কলঙ্কিত হবে : মাহবুব
সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায় বক্তৃতাকালে মাহবুব তালুকদার এ কথা বলেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশন কলঙ্কিত হবে জানিয়ে তিনি এমনটা না হতে দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, যা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের কাজে লাগাতে হবে। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে কাজ করারও আহ্বান জানান এই নির্বাচন কমিশনার।
মাহবুব তালুকদার বলেন, ‘ভোটকেন্দ্রের সব অনিয়ম রোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা বরদাশত করা হবে না। আইনসিদ্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা নিজেদের কলঙ্কিত করতে চাই না। আমি জানি, আপনাদের কেউই সেই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না।’