সরকারের উচিত বলিউডের নকলবাজি ঠেকানো
বলিউডের ওপর বেশ ভালোই চটেছেন বিখ্যাত লেখক জেফরি আর্চার। তাঁর এমন রাগের পেছনে কারণও আছে বৈকি। বলিউডের বেশ কয়েকজন নির্মাতা তাঁর কাজ দিব্যি ‘চুরি’ করেছেন, কিন্তু কোনো টাকা-পয়সা দেননি। শুধু তাই নয়, তারা কোনো অনুমতিও নেননি লেখকের কাছ থেকে। এমনকি সৌজন্যমূলক কৃতিত্বটুকু পর্যন্ত দেননি তাঁকে। এতে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত এই বর্ষীয়ান লেখক। বলিউডের এই চৌর্যবৃত্তি সরকারি হস্তক্ষেপে বন্ধ করা দরকার বলে মনে করছেন তিনি, জানা গেল টাইমস অব ইন্ডিয়ার খবরে।
জেফরি আর্চারের ইন্টারন্যাশনাল বেস্টসেলার উপন্যাস ‘নট এ পেনি লেস, নট এ পেনি মোর’ এর কাহিনী থেকে ‘লেডিজ ভার্সেস রিকি ভ্যাল’ এবং ‘কেন অ্যান্ড অ্যাবেল’ থেকে তৈরি হয়েছে ‘খুদগর্জ’- অথচ লেখকের কাছ থেকে এ জন্য অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি।
‘আমি স্বাভাবিকভাবেই খুব বিরক্ত যে বলিউডের নির্মাতারা আমার কাহিনী চুরি করছে। তারা আমার কাজের মূল্য বা স্বীকৃতি, কোনোটাই দেওয়ার সামান্য উদ্যোগও নিচ্ছে না - জানান এই ৭৪ বছর বয়স্ক লেখক।
তবে কেবল বলিউডই নয়, এ জন্য ভারতের সরকারের অবহেলাকেও দায়ী করেছেন তিনি, ‘এটা খুবই হতাশাজনক যে ভারতীয় সরকার তাদেরকে এসব করে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সরকারের উচিত ওদের এই চুরি বন্ধ করা।’
বহুদিন ধরেই বলিউডের সাথে অম্লমধুর সম্পর্ক এই লেখকের। গুজব রয়েছে যে ‘দ্য ক্লিফটন ক্রনিকলস’ সিরিজে তাঁর প্রথম উপন্যাস ‘অনলি টাইম উইল টেল’ নিয়ে বড়সড় একটি কাজ হতে যাচ্ছে বলিউডে।
এমনিতে ভারত নিয়ে বিশেষ বিরক্তি নেই এই খ্যাতনামা লেখকের, যত আপত্তি তাঁর ওই নকলবাজি নিয়েই। ‘আমি গত ৩০ বছর ধরে নিয়মিত ভারতে আসা যাওয়া করছি। এমনকি ইংল্যান্ডেও আমার অজস্র ভারতীয় বন্ধু রয়েছে’- জানালেন জেফরি। তবে ভারত নিয়ে ধ্যান-ধারণা কিংবা জ্ঞান বেশ ভালো থাকলেও এখনো পূর্ণাঙ্গ কোনো ভারতীয় উপন্যাস লেখার জন্য নিজেকে প্রস্তুত মনে করেন না তিনি।