স্কয়ার ড্রাইভ
এই হারে কোনো লজ্জা নেই
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেলেও দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। একসময় তো মনে হচ্ছিল সাকিব-মুশফিকরা জিতেই যাবে। এই হারে কোনো লজ্জা নেই। প্রত্যেকেই প্রাণপণ লড়াই করেছে।
আশা করি কোয়ার্টার ফাইনালেও আমাদের ক্রিকেটাররা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। শেষ আটে প্রতিপক্ষ হিসেবে সম্ভবত ভারতকে পাব আমরা। তবে প্রতিপক্ষ যে-ই হোক, সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে জয় না পাওয়ার কোনো কারণ নেই।
তা ছাড়া কোয়ার্টার ফাইনালে ফেভারিট বলে কিছু নেই। নকআউট পর্বে যে কোনো দলই জিততে পারে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিতলে আমি অন্তত অবাক হব না।
কিউইদের কাছে হার মানলেও ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ছেলেরা ভালো খেলেছে। এই ভালো খেলার আত্মবিশ্বাস কোয়ার্টার ফাইনালে দারুণ কাজে আসবে।
ম্যাচের শেষ দিকে অধিনায়ক সাবিক আল হাসান বোলিংয়ে কার্যকর পরিবর্তন আনতে পারলে বাংলাদেশ জিততেও পারত। ভীষণ চাপে থাকা নিউজিল্যান্ডের সামনে স্পিনারের বদলে একজন পেসারকে দিয়ে বল করালে তার সুফল পাওয়া যেত বলেই আমি মনে করি। দারুণ ছন্দে থাকা রুবেলকে দিয়ে বল করালে হয়তো কিউইদের আরো চাপে ফেলা যেত।
তারপরও বলব বাংলাদেশ দারুণ খেলে হেরেছে। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে কাঁপিয়ে দিতে পেরেছে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।