ভোটের আগে এরশাদের সিঙ্গাপুর-যাত্রা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শারীরিক অসুস্থতা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল রাতে ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের উৎসব শুরু হওয়ার দিন গতকাল সোমবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সাবেক এই রাষ্ট্রপতি দেশ ছাড়েন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে বলেন, এরশাদের সঙ্গে গেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এইচ এম এরশাদ জন্মভূমি রংপুর ও ঢাকার অভিজাত এলাকা হিসেবে চিহ্নিত গুলশান-বনানী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক। যদিও মহাজোটগতভাবে নির্ধারিত ২৬টি আসনের বাইরে আরো প্রায় ১৪৮টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টায় বারিধারার পার্ক রোডের বাসা থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এইচ এম এরশাদ। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে জাতীয় পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।