ঋণমানে প্যারামাউন্ট টেক্সটাইল ‘এ+’
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ঋণমানে দীর্ঘমেয়াদে ‘এ+’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় কোম্পানিটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ২৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৩৬ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৯ কোটি ৬৪ লাখ টাকা।
রিজার্ভের পরিমাণ ৪৯ কোটি ৫২ লাখ টাকা। বাজারে মোট শেয়ার ১০ কোটি ৯৬ লাখ ৪১ হাজার; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৪ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪ দশমিক শূন্য ৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩১ দশমিক ১৫ শতাংশ। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৯ দশমিক ২৯।