ওয়ান ব্যাংকের ২৫% লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছেন। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৮ পয়সা।
আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর রমনায় ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ৯ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা, ইপিএস ২ টাকা ৬৮ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ১৭ টাকা ৬১ পয়সা।
শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হলেও ডিএসইতে আজ এ শেয়ারের দাম ৪ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৬০ পয়সা। দিনভর এর দাম ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৩০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সায়। আজ এক হাজার ২৬২ বারে এর মোট ৫৮ লাখ ৫৪ হাজার ৪১৭টি শেয়ার লেনদেন হয়েছে।
২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৫২৪ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩১৫ কোটি তিন লাখ টাকা। বাজারে মোট শেয়ার ৫২ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৭০২টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩১ দশমিক শূন্য ৬, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৯ দশমিক ৫১ শতাংশ। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪ টাকা ৯৪।