এ বছর বলিউডে ফিরছেন যাঁরা
এ বছরটা বলিউডের জন্য ভালোই যাওয়ার কথা। এক সময়কার পর্দা কাঁপানো নায়িকারা বিরতি শেষে আবারও ফিরছেন ঝড় তুলতে। আর সেই ঝড়ের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এই বছরই নতুন ছবি নিয়ে আসছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, কাজল, লারা দত্ত ও পূজা ভাট। হিন্দুস্তান টাইমসের খবর থেকেই এমন তথ্য পাওয়া গেল।
ইরফান খানের সাথে ‘জাজবা’ ছবির শুটিং শুরু করে দিয়েছেন ঐশ্বরিয়া। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। ২০১১ সালে মেয়ে আরাধ্যর জন্মের পর তাঁকে নিয়েই ব্যস্ত ছিলেন অ্যাশ। এর আগে ২০১০ সালে সর্বশেষ ‘গুজারিশ’ ছবিতে ঋত্বিকের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। শোনা যাচ্ছে, করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও অভিনয় করবেন তিনি।
কাজল ফিরবেন হোম প্রোডাকশনের ছবি দিয়ে। রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ছবিতে থাকবেন কাজল-শাহরুখ। ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগান আর চমক হিসেবে এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে পারেন তিনি।
১৪ বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী-পরিচালক পূজা ভাট। রীমা কাগতির পরবর্তী ছবি ‘মিস্টার চাল্লু’তে গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন তিনি। ২০০১ সালে সর্বশেষ ‘এভরিবডি সেইস আই এম ফাইন’ ছবিতে অভিনয় করেছিলেন পূজা।
অভিষেক কাপুরের ‘ফিতুর’ ছবি দিয়ে এ বছর কামব্যাক করবেন লারা দত্ত। এ ছাড়া তাঁর হাতে রয়েছে তিনটি ছবি ‘সিং ইজ ব্লিং’, ‘আভি নেহি তো কাভি নেহি’ ও ‘চালো চায়না’। তিন বছর বয়সী এক কন্যার জননী ৩৬ বছর বয়সী সাবেক এই মিস ইউনিভার্স সর্বশেষ ২০১৩ সালে বিজয় নাম্বিয়ারের ‘ডেভিড’ ছবিতে অভিনয় করেছিলেন।