মাশরাফির ভাবনায় ভারতের ব্যাটিং
গ্রুপ পর্বের প্রায় প্রতিটি ম্যাচে ব্যাটসম্যানরা ভালো খেললেও বোলিং নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং-সমৃদ্ধ দলের মুখোমুখি হতে হলে দুশ্চিন্তা হওয়ারই কথা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও ধারণা, বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে দলের বোলারদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হতে পারে।
বুধবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে মাশরাফির মন্তব্য, ‘ধোনি দুর্দান্ত ব্যাটসম্যান, সত্যিকারের একজন ম্যাচ উইনার। বিরাট কোহলিও তাই। আমার মতে, ভারতের ব্যাটিং এ মুহূর্তে বিশ্বসেরা। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। মেলবোর্নের ফ্ল্যাট পিচে কাল অনেক রান হতে পারে। আমাদের তাই খুব ভালো বোলিং করতে হবে।’
ব্যাটিং নিয়ে অবশ্য বেশ নির্ভার বাংলাদেশ অধিনায়ক, ‘নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা অন্য দলের বিপক্ষে যেমন ব্যাটিং করেছি, তেমনই করতে হবে আমাদের।’
এই ম্যাচের আগে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘ঐতিহাসিক’ জয়ের প্রসঙ্গ ঘুরেফিরে এলেও ওই ম্যাচ নিয়ে মাথা ঘামাতে রাজি নন মাশরাফি, ‘২০০৭ অনেক দিন আগের কথা। আমার মনে হয় না, সেই ম্যাচ কাল আমাদের কোনো সাহায্য করবে। ২০১১ বিশ্বকাপেই তো আমরা ভারতের কাছে হেরে গিয়েছিলাম। সেদিন তো চার বছর আগের জয় আমাদের কোনো কাজে আসেনি। সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য নির্ভর করে নির্দিষ্ট দিনে আপনি কেমন খেললেন, তার ওপরে। আশা করি, আমরা একটা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নেমে তার সফল বাস্তবায়ন ঘটাতে পারব।’
অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যের কথা জানিয়েছিলেন মাশরাফি। লক্ষ্য পূরণ করে বাংলাদেশ দলের সামনে এখন শেষ চারে ওঠার হাতছানি। তবে এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না মাশরাফি, ‘দেশের মানুষের আশা ছিল, আমরা কয়েকটি ভালো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠব। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় চাপ ছিল। তবে ছেলেরা এখন একদমই নির্ভার। তারা শুধু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠে ভালো খেলতে চায়। আমরা এর আগে এই মাঠে একবার খেলেছি। দলের সবাই তাই ভীষণ রোমাঞ্চিত।’