গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ
বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে উত্তেজনার অন্ত নেই প্রতিবেশী দুই দেশের মানুষের। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি স্থান করে নিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের পাতায়ও। নতুন গুগল ডুডল তৈরি করা হয়েছে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে যাওয়ার লড়াই নিয়ে।
এবারের বিশ্বকাপ যে ব্যাটসম্যানদেরই, তার প্রতিফলন খুব স্পষ্টভাবে দেখা গেছে গুগলের এই ডুডলে। পাশাপাশি দুই দেশের দুই পতাকার সামনে নানা ভঙ্গিতে ব্যাটিং করতে দেখা যাচ্ছে ছয়জন ব্যাটসম্যানকে। বোলার নামের একটা সত্ত্বাও যে এই খেলার একটা অন্যতম অংশ, তার কোনো প্রতিফলন নেই এতে।
এবারের বিশ্বকাপকে নিয়ে এটি গুগলের চতুর্থ ডুডল। উদ্বোধনী অনুষ্ঠান, ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে দেখা গিয়েছিল গুগলের ডুডল।
২০০৭, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালেও দেখা গেছে গুগল ডুডল।