ক্যাচ, নাকি ছক্কা?
টানা দুই ম্যাচ সেঞ্চুরির সৌরভ নিয়ে কোয়ার্টার ফাইনালে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু শিখর ধাওয়ানের ক্যাচ হয়ে ফিরতে হয়েছে তাঁকে। তবে ক্যাচ ছিল নাকি ছক্কা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!
সপ্তদশ ওভারের ঘটনা সেটা। মোহাম্মদ সামির খাটো লেংথের বল পুল করেছিলেন মাহমুদউল্লাহ। লং লেগ সীমানায় বল লোফালুফি করে, দ্বিতীয় প্রচেষ্টায় বল ধরেন ধাওয়ান। তবে ক্যাচ নেওয়ার আগে তাঁর পা সীমানার দড়ি স্পর্শ করেছিল কি না কয়েকবার টিভি রিপ্লেতেও তা পরিষ্কার বোঝা যায়নি!
ধাওয়ান ক্যাচটা ধরার পর মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য যোগাযোগ করেন থার্ড আম্পায়ার স্টিভ ডেভিসের সঙ্গে। ডেভিস রিপ্লে দেখে কী বুঝেছেন কে জানে! কিন্তু আউটের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। মাঠের আম্পায়ারও তাই আঙুল তুলে দেন নির্দ্বিধায়।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পুরো ম্যাচেই আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত তাড়া করে বেরিয়েছে বাংলাদেশ দলকে। ভারতের ইনিংস চলার সময় রোহিত শর্মা আর সুরেশ রায়নার আম্পায়ারের ‘কৃপা’য় বেঁচে যাওয়াতেই তা থেমে থাকেনি। মাহমুদউল্লাহও ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার!