এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি
‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর একটা দুঃসংবাদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞাই অবশ্য নয়, ম্যাচ ফির ৪০ শতাংশও জরিমানা করা হয়েছে মাশরাফির। তাঁর সতীর্থদের ক্ষেত্রে এই জরিমানার হার ২০ শতাংশ।
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া ম্যাচের পরও ধীরগতির ওভার রেটের জন্য ৪০ শতাংশ জরিমানা করা হয়েছিল মাশরাফির।
বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শেষে ম্যাচ রেফারি রোশন মহানামা জানান, ভারতীয় ইনিংসের নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করতে পেরেছে বাংলাদেশ দল।
তাই শাস্তিটা পেতেই হলো মাশরাফিকে।