‘সিটি নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া ইতিবাচক’
‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁর সংশয় রয়েছে। আর তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে ২০-দলীয় জোটের আন্দোলনের কৌশলও পাল্টানো হতে পারে।’
আজ শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের সাথে তাঁর গুলশান কার্যালয়ে বিশিষ্টজনদের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার ও সাংবাদিক মাহফুজ উল্লাহ। দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধিদল গুলশান কার্যালয় থেকে বেরিয়ে এলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার মনোভাবের কথা জানতে চান সাংবাদিকরা।
এ সময় অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জানান, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি ও ২০-দলীয় জোটের নেতাদের সাথে আলোচনাসাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে খালেদা জিয়ার সাথে আলোচনা করে এ ব্যাপারে তাঁর মনোভাব ইতিবাচক বলে মনে হয়েছে।
এমাজউদ্দীন আহমদ আরো বলেন, দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অনেক দিন ধরে নিখোঁজ থাকায় খালেদা জিয়া মর্মাহত। আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে খুঁজে পেতে যথাযথ উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।