‘আমি চাই তরুণ প্রজন্ম মুর্তজা বশীর সম্পর্কে জানুক’
বিশিষ্ট চিত্রশিল্পী, লেখক ও গবেষক মুর্তজা বশীরের জীবনচরিত ও বোধের আলেখ্য নিয়ে মিরাজুল ইসলাম লিখেছেন বই ‘নার্সিসাসে প্রজাপতি’। বইমেলায় অবসর প্রকাশনীর ৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটি ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন মিরাজুল ইসলাম।
প্রশ্ন : কেমন লাগছে বইমেলায়?
মিরাজুল ইসলাম : অবশ্যই ভালো লাগছে। আজই প্রথম মেলায় এসেছি। এখনো পুরোপুরি ঘুরতে পারিনি।
প্রশ্ন : মেলা থেকে কী ধরনের বই কিনবেন?
মিরাজুল ইসলাম : ইতিহাসের বই কিনব। আমি নন-ফিকশন বই পড়তে ভীষণ পছন্দ করি। ইতিহাস ও পৌরাণিক বিষয়ে লিখতে যেমন আনন্দ পাই তেমনি পড়তেও বেশি ভালো লাগে।
প্রশ্ন : ‘নার্সিসাসে প্রজাপতি’ বইটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?
মিরাজুল ইসলাম : শিল্পী মুর্তজা বশীরের সাথে আমার সুদীর্ঘ ২২ বছরের সম্পর্ক। আমি চাই তরুণ প্রজন্ম মুর্তজা বশীর সম্পর্কে জানুক। মূলত এ কারণে বইটি লিখেছি। এখন পর্যন্ত পাঠকের ভালো সাড়া পাচ্ছি।
প্রশ্ন : মেলার পরিবেশ কেমন লাগছে?
মিরাজুল ইসলাম : গতবারের তুলনায় এবার মেলা অনেক গোছানো হয়েছে। সব মিলিয়ে ভালো।