আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ‘হরিযূপীয়া’
গোলাম মোস্তফা শিমুলের চিত্রনাট্য, রচনা ও পরিচালনায় ‘হরিযূপীয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ মার্চ শুক্রবার। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো গণহত্যার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। ঢাকার যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী, জোনাকী ও খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংসহ মোট ২০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবির পরিচালক গোলাম মোস্তফা শিমুল বলেন, ‘বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে এ দেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা করা হয়েছিল, সেই বিষয়কে উপজীব্য করেই এ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে।’
একজন প্রত্নতত্ত্ব গবেষক যুদ্ধের কারণে একটি স্থানে খননের কাজ সমাপ্ত করতে পারেন না। মাঝপথে তাঁকে থেমে যেতে হয়। কারণ সেই স্থানটিতে কিছু পোড়ামাটির টালি পাওয়া যায়। টালিগুলোতে কিছু ছবি আঁকা, আর নিচে সামান্য কিছু লেখাও ছিল। তরুণ গবেষক সেই লেখা আর ছবির অর্থ বুঝতে পারছিলেন না। তাই তিনি আরো কয়েকজন চিন্তাশীল মানুষের সাহায্যে সেই ছবিগুলোর অর্থ খুঁজতে শুরু করেন। আর এই অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলা আর বাঙালির নৃতাত্ত্বিক ইতিহাস। তাঁরা খুঁজে পান ইতিহাসের কিছু গণহত্যার কথা। ইতিহাসের গণহত্যার ঘটনা খুঁজতে খুঁজতে তাঁরা নিজেরাও গণহত্যার শিকার হন। মৃত্যুর আগে তাঁরা আবিষ্কার করেন, গণহত্যার কোনো নির্দিষ্ট স্থান নেই, নেই কোনো নির্দিষ্ট সময়। এটি ঘুরেফিরে কাল থেকে কালে, স্থান থেকে স্থানে, দেশ থেকে দেশে সংঘটিত হয়। এমনি একটা গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘হরিযূপীয়া’।
‘হরিযূপীয়া’ শব্দটা কত প্রাচীন তা নিশ্চিত করে বলাটা কঠিন। তবে বহু শত বছর আগে হরপ্পায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে কারণে হরপ্পার আরো একটি পরিচয় ছিল হরিযূপীয়া। হরি শব্দটি গণ মানুষকে বোঝাতে বলা হয়েছে। এখানে যূপ হচ্ছে যূপকাষ্ঠ অর্থাৎ যে বিশেষ কাঠের ফাঁকে প্রাণীর গলা ঢুকিয়ে তাকে বলি দেওয়া হয়। আর বলির স্থানটিকে নির্দেশ করে যূপীয়া। হরিযূপীয়া নামটি এই চলচ্চিত্রে গণহত্যার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছিল সেটাকে ঘিরেই হরিযূপীয়ার মূল গল্প আবর্তিত হয়েছে।
ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘হরিযূপীয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, সাব্বির আহমেদ, বীথি রানি সরকার, পাভেল ইসলাম, জুনায়েদ হালিম, শফিউল আলম বাবু, নাফিজা ইসলাম নাফা প্রমুখ। ঢাকা, নওগাঁ ও পাবনার বিভিন্ন স্থানে ‘হরিযূপীয়া’ ছবির শুটিং হয়েছে।