নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা কমেছে মানুষের
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের পর নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা একেবারে কমে গেছে বলে মত দিয়েছে বেসরকারি সংস্থা ইলেকেশন ওয়ার্কিং গ্রুপ। তবে নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই বিশ্বাস পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে। পাশাপাশি তিন সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানায় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংস্থার পরিচালক (ইলেকশন) আবদুল হালিম। তিনি বলেন, ‘নির্বাচন একটি অস্বাভাবিক পরিবেশের মধ্যে আয়োজন করা হচ্ছে। প্রার্থীরা যাতে নির্ভয়ে এবং নিশ্চিন্তে মনোনয়নপত্র দাখিল এবং নির্বাচনী প্রচারণা চালাতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।’
আবদুল হালিম আরো বলেন, ‘যত্রতত্র পোস্টার, লিফলেট বিতরণ, বিলবোর্ড ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। পোস্টার, বিলবোর্ডে রাজনৈতিক দলের প্রধান বা প্রতিষ্ঠাতার ছবি দেখা যাচ্ছে, যা সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়ে পরিণত হয়ে গেছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া।’
এ ছাড়া সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।