ঋণখেলাপিদের তথ্য খুঁজছে নির্বাচন কমিশন
ঋণখেলাপিদের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে নিবার্চন কমিশন। নির্বাচনী আইনানুযায়ী, ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখেন না।
এছাড়া আসছে ২৮ এপ্রিলে অনুষ্ঠিতব্য তিনটি নগর নির্বাচনের আগে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোকে খোলার জন্যও অনুরোধ করে চিঠি দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রনালয়, জনপ্রশাসন মন্ত্রনালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে নির্বাচন কমিশন। এসব চিঠিতে নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা।
এর আগে নির্বাচন কমিশন তিনটি সিটি করপোরেশন এলাকায় মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রনালয়ের কাছ থেকে প্রয়োজনীয় জনবলও চেয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের সম্মতি ছাড়া নির্বাচনী এলাকার কোনো সরকারি কর্মকর্তাকে বদলি না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় কমিশন।
গত ১৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ২৯ মার্চ। আগামী ১ এপ্রিল ও ২এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ এপ্রিল।