মেলার ১৯তম দিনে এসেছে ১৪২টি বই
একুশে বইমেলা শেষ হওয়ার দিন যত ঘনিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গণে। আর নতুন নতুন বইও আসছে স্টলগুলোতে। যেমন গতকাল মেলার ১৯তম দিনে এসেছে আসাদ চৌধুরীর লেখা তিনটি জীবনীগ্রন্থ : চিত্রশিল্পী পাবলো পিকাসো, চিত্রশিল্পী জয়নুল আবেদীন ও চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। এ ছাড়া এসেছে আনোয়ারা সৈয়দ হকের ‘আমি কুকুর ভয় পাই’, তানভীর মোকাম্মেলের ‘বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা’, সাজ্জাদ কবীরের ‘তারায় তারায় যুদ্ধ’সহ কবিতা, উপন্যাস, গল্প ও প্রবন্ধের নানা বই। এদিন মেলায় এসেছে মোট ১৪২টি নতুন ও পুনর্মুদ্রিত বই। চলুন দেখে নিই সেগুলোর তালিকা।