যুবকের সন্ধান দাবিতে মুন্সীগঞ্জে অবরোধ
প্রবাসফেরত এক যুবকের সন্ধান দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। নিখোঁজ ওই যুবকের নাম আওলাদ হোসেন শেখ। অবরোধের কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিরাজদীখান সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের সিংগাইরটেক গ্রামের কয়েকশ নারী-পুরুষ অবরোধে অংশ নেয়। এতে ঢাকা-সিরাজদীখান সড়কে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
ওসি জানান, গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে সিরাজদীখান বাজার এলাকায় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে আওলাদ বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই রাতেই তাঁর ভাগ্নে মো. বিল্লাল হোসেন জীবন বাদী হয়ে সিরাজদীখান থানায় এ ঘটনায় জিডি করেন।
সিংগাইরটেক গ্রামের আওলাদ শেখ প্রায় পাঁচ মাস আগে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন। এর পর জমি-সংক্রান্ত ঘটনায় স্থানীয় স্বপনের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরেই আওলাদকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও এ ঘটনায় এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।