চট্টগ্রামে লড়ছেন মনজুর, চান খালেদা জিয়ার সমর্থন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান মেয়র এম মনজুর আলম। তবে তিনি আশা করছেন, নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বিগত নির্বাচনের মতোই তাঁকে সমর্থন দেবেন।
আজ বুধবার সন্ধ্যায় বন্দরনগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ মনজুর আলমকে তাদের প্রার্থী হিসেবে সমর্থন দেয়। গতবারও মনজুর এই সংগঠনের সমর্থিত প্রার্থী হিসেবেই নির্বাচন করে জয়ী হন।
সংবাদ সম্মেলনের পর পরই এ ব্যাপারে মনজুর আলমের বক্তব্য জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গতবারও আমি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে তাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলাম। গতবারের মতো এবারও তারা আমাকে সমর্থন দিয়েছে। আমি নির্বাচন করব। তবে আমি গতবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচনের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থন পেয়েছিলাম। আশা করছি, এবারও তিনি আমাকে সমর্থন জানাবেন।’
এর আগে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের’ আহ্বায়ক ড. আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে মনজুর আলমকে সমর্থনের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মেয়র মনজুর আলম বিগত মেয়াদকালে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতি, দলবাজি ও মাস্তানমুক্ত রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। বিনয়ী, সদালাপি ও দাম্ভিকতাহীন, দানশীল এই মানুষটি চট্টগ্রামের উন্নয়নের শুধু অঙ্গীকারবদ্ধই নন; বর্তমান মেয়র তাঁর মেয়াদকালে পাঁচ বছরে যে উন্নয়ন করেছেন তা পূর্বেরকার ১৫ বছরের উন্নয়ন কাজের দ্বিগুণ।
ড. আবুল কালাম আজাদ আরো বলেন, ‘গতবারও আমরা তাঁকে মনোনয়ন দিয়েছিলাম। আমাদের প্রার্থী মনজুর আলমকে নির্বাচিত করে নগরবাসী আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমাদের নগরী পরিচালনার জন্য আমাদের প্রতিনিধি নির্বাচনের জন্য সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামের চলমান উন্নয়নকাজের ধারাবাহিকতা রক্ষা হবে বলে মনে করে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।’
তবে এই সংবাদ সম্মেলনে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতা উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নসরুল কদির প্রমুখ।
এর আগে সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম মনজুর আলম বলেছিলেন, ২০-দলীয় জোটের সমর্থন পেলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন।